বামনগোলা

হবিবপুর বিধানসভা বিজেপি কমিটির উদ্যোগে ফল বিতরণ

 

গান্ধীজীর জন্মদিন ও ভারতের প্রধানমন্ত্রী মোদীজির জন্মদিন, এই দুই উপলক্ষে হবিবপুর বিধানসভা বিজেপি কমিটির উদ্যোগে ফল বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়ে গেল বুধবার।

    এদিন ভারতীয় জনতা পার্টি হবিবপুর বিধানসভা কমিটির পক্ষ থেকে মোদিজীর জন্মদিন ও গান্ধীজীর জন্মদিনকে সামনে রেখে সেবা সপ্তাহ কর্মসূচির অঙ্গ হিসেবে বামনগোলা গ্রামীণ হাসপাতালে রোগীদের মধ্যে ফল বিতরণ করা হয়। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন হবিবপুর বিধানসভার বিধায়ক জুয়েল মুর্মু, উওর মালদা সাংগঠনিক জেলা সাধারণ সম্পাদক প্রতাপ সিং সহ বিজেপির অনন্যা কর্মী ও সমর্থকরা।